হুগলীর কোন্নগর শহরের রুপকার মহাত্মা শিবচন্দ্র দেবের ২১৫ তম জন্মবার্ষিকীতে বঙ্গযোদ্ধা সংগঠন পালন করল তাদের চতুর্থ বর্ষ রক্তদান শিবির।
২৭ জুলাই ২০২৫, রবিবার সকাল থেকে, হুগলী জেলার কোন্নগর-এ অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট ৫৫ জন রক্তদান করেন। বাংলা ও বাঙালির অধিকার অক্ষুণ্ণ রাখার লড়াকু সংগঠন ‘বঙ্গযোদ্ধা’র আয়োজিত অনুষ্ঠানে রক্তদান, চক্ষু পরীক্ষা ও বায়োকেমিক-হোমিও চিকিৎসার ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানের শুভারম্ভ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. প্রবীর রায়। মহাত্মা শিবচন্দ্র দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ-এর মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন দাস, হুগলী জেলা সভাপতি জোতির্ময় চক্রবর্তী, এবং জেলা সম্পাদক কৌশিক সাহা। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন জেলা থেকে আগত সহযোদ্ধারা ও স্থানীয় এলাকার বাঙালিরা।


