মহাত্মা শিবচন্দ্র দেবের ২১৫ তম জন্মবার্ষিকী পালিত হল বঙ্গযোদ্ধাদের রক্তদানে

হুগলীর কোন্নগর শহরের রুপকার মহাত্মা শিবচন্দ্র দেবের ২১৫ তম জন্মবার্ষিকীতে বঙ্গযোদ্ধা সংগঠন পালন করল তাদের চতুর্থ বর্ষ রক্তদান শিবির।

২৭ জুলাই ২০২৫, রবিবার সকাল থেকে, হুগলী জেলার কোন্নগর-এ অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট ৫৫ জন রক্তদান করেন। বাংলা ও বাঙালির অধিকার অক্ষুণ্ণ রাখার লড়াকু সংগঠন ‘বঙ্গযোদ্ধা’র আয়োজিত অনুষ্ঠানে রক্তদান, চক্ষু পরীক্ষা ও বায়োকেমিক-হোমিও চিকিৎসার ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানের শুভারম্ভ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. প্রবীর রায়। মহাত্মা শিবচন্দ্র দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ-এর মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন দাস, হুগলী জেলা সভাপতি জোতির্ময় চক্রবর্তী, এবং জেলা সম্পাদক কৌশিক সাহা। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন জেলা থেকে আগত সহযোদ্ধারা ও স্থানীয় এলাকার বাঙালিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *